জুবিন গর্গের রহস্য মৃত্যুতে গ্রেফতার অসম পুলিশের ডিএসপি

গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে গতকাল রাতে পুলিশ তাঁর তুতোভাই অসম পুলিশ সার্ভিস (এপিএস) অফিসার ডিএসপি সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে। সিঙ্গাপুরে ইয়টে গায়কের সঙ্গে তিনি উপস্থিত ছিলেন, যেখানে তিনি মারা যান। ফৌজদারি তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক পরিচালিত একাধিক জিজ্ঞাসাবাদের পর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) সন্দীপনকে হেফাজতে নেওয়া হয়। এর আগে তাঁকে প্রয়াত গায়কের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার পর তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। সন্দিপান গর্গের আগে, পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে। গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত এবং সঙ্গীতশিল্পী অমৃতপ্রব মহন্ত। শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছিলেন যে গায়কের ম্যানেজার এবং সিঙ্গাপুরে যে অনুষ্ঠানে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল, সেই অনুষ্ঠানের আয়োজক তাকে বিষ দিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তি বিশেষভাবে বিদেশের গন্তব্য বেছে নিয়েছিলেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য।

‘ইয়া আলি’ খ্যাত গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গও তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সিঙ্গাপুর পুলিশের ময়নাতদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গরিমা গুরুতর ত্রুটির দিকে ইঙ্গিত করেছেন, যেখানে কোনও ভুলের সম্ভাবনা নেই।