সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের আশা শেষ ভারতের

মঙ্গলবার তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার পর ভারত ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। সিঙ্গাপুর কোরিয়ান বংশোদ্ভূত আক্রমণাত্মক মিড-ফিল্ডার সং উই-ইয়ংয়ের জোড়া গোলে ভারতকে হার স্বীকার করতে হল। লালিয়ানজুয়ালা ছাংতের ১৪তম মিনিটের গোলে এগিয়ে যাওয়া ভারত প্রথম ধাক্কা খায় ৪৪তম মিনিটে  যখন সং গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরায়। ৫৮তম মিনিটে তিনি জয়সূচক গোলটি করেন। ভারতকে একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল। ৯ অক্টোবর সিঙ্গাপুরে প্রথম লেগে ১-১ গোলে ম্যাচ শেষ হয়েছিল।