কেন দেবজিৎ মজুমদার? প্রশ্নটা উঠছিল ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড ২০২৫-এর ফাইনালে মোহনবাগানের কাছে হারের পর থেকেই। এক তো একটা টুর্নামেন্টের ফাইনাল, তার উপর ডার্বি, কোনওভাবেই এমন একটা ফাটকা কেন খেললেন কোচ অস্কার ব্রুজোঁ তা ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে গিয়েই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, ‘‘এই সিদ্ধান্ত আমার ছিল না। এই সিদ্ধান্ত নিয়েছিলেন দলের সহকারী কোচ। আমার গোলকিপার পরিবর্তনে সমর্থন জানানোটা ভুল হয়েছে।’’ মনে করা হয়েছিল এখানেই বিষয়টি থেমে যাবে। কিন্তু তার ধিকি ধিকি আগুন যে গোয়া পর্যন্ত পৌঁছে যাবে তা কে জান। হল তেমনটাই। বিবাদ এতটাই চরমে পৌঁছালো যে গোয়ায় বিমান থেকে নেমে হোটেলে পৌঁছেও কলকাতায় ফিরে এলেন ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী (Sandip Nandi)।
আইএফএ শিল্ড শেষ হওয়ার পর আর কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি গোলকিপার কোচ সন্দীপ নন্দীর। সোমবার দুপুরে গোয়া উড়ে যায় ইস্টবেঙ্গল। বিমান থেকে নেমে কোচের সঙ্গে কুশল বিনিময় করতে যান সন্দীপ। এবং কোচকে জানান, শিল্ড ফাইনালে তাঁর সিদ্ধান্তের জন্য তিনি দুঃখিত। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন অস্কার ব্রুজোঁ। বিমান বন্দরেই সবার সামনে সন্দীপকে অভিযুক্ত করে যাতা বলতে শুরু করেন। সন্দীপ জানিয়েছেন, তিনি বিমান বন্দর থেকেই কলকাতায় ফিরে আসার কথা ভেবেছিলেন। কিন্তু তাঁকে জোড় করেই হোটেলে নিয়ে যান বাকিরা। বিমান বন্দর থেকে হোটেল যাওয়ার পথে বাসের মধ্যেও সন্দীপকে অপমান করে যান অস্কার। পুরো রাস্তাতেই নাকি তিনি তাঁর ক্ষোভ উগরে দিতে থাকেন।
দলের ফুটবলারদের সামনে হেড কোচের এই ব্যবহারে রীতিমতো অসম্মানিত সন্দীপ নন্দী ঘরে না গিয়ে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সেই মতো তিনি সেদিনই নিজের খরচে মধ্য রাতে কলকাতায় ফিরে আসেন। এর পর তিনি মুখ খুলেছেন পুরো বিষয়টি নিয়ে। কীভাবে কোচ তাঁকে বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করেছেন। তাঁর বিরুদ্ধে কোচ অভিযোগ এনেছেন, তিনি নাকি দলের ভিতরের খবর সংবাদ মাধ্যমকে দেন। তিনি নাকি বাঙালি ফুটবলারদের খেলানোর জন্য জোড় দেন-সহ একাধিক অভিযোগ। যা মেনে নেওয়া সম্ভব হয়নি ভারতীয় ফুটবলকে এক সময় একা হাতে টানা এই তারকা ফুটবলারের। আত্মসম্মান বিসর্জন দেবেন না বলেই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এই মুহূর্তে গোয়ায় রয়েছে ইস্টবেঙ্গল দল। ২৫ অক্টোবর সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে অস্কারের ইস্টবেঙ্গল। এই অবস্থায় গোলকিপার কোচ ও হেড কোচের দ্বন্দ্বের প্রভাব দলের উপর কতটা পড়বে এখন সেটাই দেখার।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
