মন্থা ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে লাল সতর্কতা। পুরো রাজ্য জুড়েই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। যে কারণে ১৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আর যে জায়গাগুলো উপকূল এলাকা থেকে কিছুটা দূরে সেখানে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনম বিমান বন্দর থেকেও বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান। এই ঝড়ের প্রভাব তামিলনাড়ু ও ওড়িশার উপরও পড়বে। সেখানেও ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকেই এই সব জায়গায় ঝড়, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যা সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকালের মধ্যে। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই প্রভাব পড়তে শুরু করেছে। বুধবার যা ছড়িয়ে পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের মতো এলাকায়।