৫১ কোটি টাকার পুরস্কার হরমনপ্রীতদের জন্য

ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতীয় মহিলা দল রবিবার রাতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এক জমজমাট ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তাদের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি উড়ে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।