জাতীয় রাজধানী দিল্লির কাছে থেকে এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায়, জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৫০ কেজি বিস্ফোরক, যা অ্যামোনিয়াম নাইট্রেট বলে সন্দেহ করা হচ্ছে, এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে। শ্রীনগরে সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে পুলিশ একজন কাশ্মীরি ডাক্তারকে গ্রেফতার করার কয়েকদিন পর এই বিশাল বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। সূত্র অনুসারে, জিজ্ঞাসাবাদের সময় ডাঃ আদিল আহমেদের তথ্যের উপর নির্ভর করেই ফরিদাবাদে বিস্ফোরখ উদ্ধার করা হয়েছে। সূত্র অনুসারে, মুজাম্মিল শাকিল নামে পরিচিত আরেক ডাক্তারের কাছে বিস্ফোরক এবং অস্ত্র মজুত ছিল। গ্রেফতার হওয়া শাকিলও জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত।