ঢাকায় ভূমিকম্পে সাময়িক ম্যাচ স্থগিত

শুক্রবার ঢাকায় ভূমিকম্পের পর মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলা অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং সাংবাদিকরা স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, অন-এয়ার ধারাভাষ্যকাররা জানান ধারাভাষ্য বক্সটি কাঁপতে শুরু করে, অন্যদিকে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে সীমানার দড়ির কাছে অপেক্ষা করতে থাকে। মাঠে থাকা দর্শকরা দৃশ্যত ভয়ে ছিলেন, কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর, আর কোনও বাধা ছাড়াই খেলাটি আবার শুরু হয়। “ম্যাচ চলছিল। আমি প্রেস বক্সে ছিলাম। এটি ছিল এক ভয়াবহ পরিস্থিতি। প্রেস বক্সটি মনে হচ্ছিল ভেঙে পড়বে, এটি ছিল এক ভয়াবহ অবস্থা,” এক সাংবাদিক জানান।