অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে সোমবার, ২৪ নভেম্বর মুম্বইয়ে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। বলিউডের হি-ম্যান হিসেবে খ্যাত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে এক বলিউড সিনেমার জগতে উত্তরাধিকার রেখে গিয়েছেন। তাঁর শেষ অন-স্ক্রিন অভিনয় ‘ইক্কিস’ ছবিতে, যা ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। ধর্মেন্দ্র তাঁর স্ত্রী, প্রকাশ কৌর এবং হেমা মালিনী এবং ছয় সন্তান – অভিনেতা সানি দেওল, ববি দেওল, এশা দেওল এবং অহনা দেওল, অজিতা এবং বিজেতাকে রেখে গেলেন।