কর্ণাটকে মঙ্গলবার এক বড় সড়ক দুর্ঘটনায় একজন ঊর্ধ্বতন আইএএস অফিসার এবং আরও দু’জনের মৃত্যু হয়েছে। কালাবুর্গি জেলার জেওয়ারগি তালুকের গৌনাহাল্লির কাছে এই দুর্ঘটনা ঘটে যখন অফিসার মহন্তেশ বিলাগি, একটি ইনোভা গাড়িতে করে বিজয়পুরা থেকে কালাবুর্গি যাচ্ছিলেন। বিলাগি কর্ণাটক স্টেট মিনারেলস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (বেসকম)-এর এমডি ছিলেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তাঁকে দ্রুত কালাবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও, তাঁকে বাঁচানো যায়নি। গাড়িটিতে পুরো দুমড়ে মুছড়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।