রবিবার মধ্যরাতের পর গোয়ায় এক নাইটক্লাবে অগ্নিকাণ্ডে যে ২৫ জনের মৃত্যু হয় তার মধ্যে ২০ জন সেখানকার কর্মী এবং পাঁচজন পর্যটক। নিহত পাঁচ পর্যটকের মধ্যে চারজন দিল্লির একই পরিবারের সদস্য, যারা দীর্ঘ প্রতীক্ষিত ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন। শনিবার পরিবারের পাঁচজন সদস্য তাদের “বলিউড ব্যাঙ্গার নাইট”-এ অংশ নিতে বিখ্যাত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে গিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজন আগুনের হাত থেকে বেঁচে যান। আগুনে তাঁর স্বামী এবং তিন বোনের মৃত্যু হয়। আগুন লাগার পর আতঙ্কিত মানুষদের ভিড়ের ধাক্কায় তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন বলে তিনি অল্পের জন্য রক্ষা পান। নিহতদের নাম বিনোদ যোশী (৪৩), কমলা যোশী (৪২), অনিতা যোশী (৪১) এবং সরোজ যোশী (৩৯)। কমলা, অনিতা এবং সরোজ বেঁচে যাওয়া ভাবনার বোন। কমলার বিয়ে হয়েছিল প্রয়াত বিনোদের বড় ভাই নবীন যোশীর সঙ্গে।