নিজের ছেলের হাতেই নৃশংসভাবে খুন বাবা-মা

টাকা, জমি এবং ভিন্নধর্মী বিয়ে নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে উত্তর প্রদেশের জৌনপুরকে কাঁপিয়ে দেওয়া এক নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিখোঁজ এক বৃদ্ধ দম্পতির জন্য পাঁচ দিনের তল্লাশি বৃহস্পতিবার শেষ হয়, যখন পুলিশ জানতে পারে যে তাদেরই ছেলে নৃশংসভাবে তাদের হত্যা করেছে, করাত দিয়ে দেহ টুকরো টুকরো করেছে, সিমেন্টের বস্তায় ভরেছে এবং নদীতে ফেলে দিয়েছে। অভিযুক্ত অম্বেশকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অম্বেশ কোভিড মহামারীর সময় কলকাতায় একজন মুসলিম মহিলাকে বিয়ে করেন। এই দম্পতির দু’টি সন্তান রয়েছে। তবে, আহমেদপুর গ্রামে বসবাসকারী অম্বেশের পরিবার এই ভিন্নধর্মী বিয়েতে অসন্তুষ্ট ছিল এবং তাকে আলাদা হওয়ার জন্য চাপ দিচ্ছিল। এই অশান্তির মধ্যে অম্বেশের স্ত্রী ভরণপোষণের দাবি জানাতে শুরু করেন, যার ফলে তাকে বাবা-মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে হয়। এই বিষয়টি পরিবারে ঘন ঘন ঝগড়ার জন্ম দেয়। শেষ পর্যন্ত নিজের বাবা, মাকেই খুন করেন ছেলে।