ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার একটি ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের’ প্রধানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। কলকাতা পুলিশের সাইবার সেলে ইমেলের মাধ্যমে পাঠানো অভিযোগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ওই ব্যক্তির মন্তব্যে তাঁর সুনাম ও মানসিক শান্তি মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। পুলিশের এক সিনিয়ির কর্মকর্তা বলেন, “অভিযোগে বলা হয়েছে যে, তিনি কোনও তথ্যপ্রমাণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।” অভিযুক্ত ব্যক্তিটি একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় সৌরভের বিরুদ্ধে এই মন্তব্যগুলো করেন বলে জানা গিয়েছে। সৌরভ অভিযোগে আরও বলেছেন যে, এই ধরনের “ভিত্তিহীন অভিযোগ তাঁর কষ্টার্জিত সুনাম নষ্ট করার একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে”।