১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির আগমন ও প্রস্থানের পর যে তান্ডব চালায় সমর্থকরা তার পর গ্রেফতার করা হয় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে। আপাতত তিনি জেল হেফাজতেই রয়েছেন। শুক্রবার তাঁর বিলাসবহুল রিষড়ার তিলতলা বাড়িতেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানে তাঁর বাড়ির পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বাড়িতে তল্লাশিও চালানো হয় বলে জানা গিয়েছে। প্রথমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিষড়া থানায় যায় এবং সেখান থেকে তাদের সঙ্গে নিয়েই শতদ্রুর বাড়িতে যাওয়া হয়। এত বড় ও বিলাশ বহুল বাড়ি যে, তার ভিতরে সুইমিংপুল আর ফুটবল মাঠও রয়েছে। তবে সেই সময় বাড়িতে পরিবারের কেউ উপস্থিত ছিল না। তল্লাশির পর ফিরে যায় পুলিশের দলটি। তবে কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলেই জানা গিয়েছে। কিন্তু এই পুরো অনুষ্ঠানের পিছনে যে কোটি কোটি টাকার খেলা ছিল তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।