রাজ্যের আপত্তিতে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। প্রাথমিকভাবে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে শেষ করা হবে এই কাজ। তবে রাজ্যের তরফে জানানো হয় চিংড়িঘাটার মতো ব্যস্ত এলাকার রাস্তা বন্ধ করা সম্ভব নয় ওই সময়। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই শেষ করতে হবে এই মেট্রোর কাজ। এবং রাজ্যকে জানাতে হবে সেই সময় সেই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ সম্ভব কি না। আগামী সোমবার আবার এই মামলার শুনানি সেদিনই জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিউগড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে মাত্র ৩৬৬ মিটারের জন্য। এদিকে নির্মানকারী সংস্থার জানিয়েছে, তিনটি দিন-রাত পেলেই তারা কাজ শেষ করে ফেলবে। উল্টোদিকে রাজ্যের বক্তব্য এতদিন ধরে যখন কাজ চলছে তখন ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে সমস্যা কোথায়? তবে আদালত এদিন কঠিন সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর রাজ্যের কী সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার।