খারাপ আবহাওয়া, নদীয়ায় নামতে পারল না মোদীর কপ্টার

শনিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকা ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। সঙ্গে চলছে হাওয়া। জাঁকিয়ে বসেছে শীত। তাঁর মধ্যেই এদিন সকালে নদীয়ার তাহের পুরে সভা করতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল ১০.৪০-এ কলকাতা পৌঁছে সেখান থেকেই বিশেষ কপ্টারের তাহেরপুরের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু তাহের পুরের আকাশে বেশ অনেকটা সময় ওড়ার পর অবতরণ না করতে পেরে কলকাতা বিমানবন্দরে ফিরে আসে নরেন্দ্র মোদীর কপ্টার। ইতিমধ্যেই মোদীর ভাষণ শুনতে অনুষ্ঠান স্থলে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। তবে এখনও নিশ্চিত নয় আদৌ প্রধানমন্ত্রী সেখানে পৌছতে পারবেন কিনা। নাকি ভার্চুয়ালি সভা করবেন।