পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি স্কুলে সরাসরি অনুষ্ঠানে ‘ধর্মনিরপেক্ষ’ গান না গাওয়ায় একজন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গায়িকা লগ্নিজিতাকে হ্যারাস করেন এবং শারীরিক আক্রমণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই জনপ্রিয় বাঙালি গায়িকা। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ভগবানপুরে একটি স্থানীয় স্কুলে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করার সময় ঘটে। পুলিশের কাছে করা লিখিত অভিযোগে চক্রবর্তী বলেছেন, মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি, যাকে তিনি স্কুলের অন্যতম মালিক হিসেবে বর্ণনা করেছেন, মঞ্চে উঠে সকলের সামনে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, গায়িকা তার ‘জাগো মা’ গানটি শেষ করে যখন পরবর্তী গানটি শুরু করতে যাচ্ছিলেন, তখনই ওই ব্যক্তি তাঁর সামনে এসে তাংর সঙ্গে অভব্য ব্যবহার করেন বলে অভিযোগ।