দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর দুই প্রধান সন্দেহভাজন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগীর শেখ স্থানীয় সহযোগীদের সহায়তায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। দ্য ডেইলি স্টারকে উদ্ধৃত করে নজরুল ইসলাম বলেন, “আমাদের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। সীমান্ত পার হওয়ার পর প্রাথমিকভাবে পুর্তি নামের এক ব্যক্তি তাদেরকে আতিথেয়তা দেয়। পরে সামি নামের একজন ট্যাক্সি চালক তাদের মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়।” তিনি বলেন, পুলিশ অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছে যে, সন্দেহভাজনদের সাহায্যকারী ওই দুই ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে।