আটক হুমায়ুন কবীরের ছেলে

পশ্চিমবঙ্গ পুলিশ রবিবার নির্বাসিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে তার বাবার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীকে (পিএসও) মারধরের অভিযোগে আটক করেছে। যদিও পুলিশের এই পদক্ষেপটি পিএসও-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে, তবে হুমায়ুন কবির এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে দেহরক্ষী বরং তাকেই আক্রমণ করেছিল, এবং তিনি এই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। পুলিশ জানিয়েছে, কবিরের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিযুক্ত কনস্টেবল জুম্মা খান রবিবার সকালে শক্তিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগে কনস্টেবল দাবি করেছেন যে, তিনি বাড়ি যাওয়ার অনুমতি চাইলে গোলাম নবী আজাদ তাকে মারধর করেন। পুলিশ জানিয়েছে, কথিত ঘটনাটি হুমায়ুন কবিরের নিচতলার কার্যালয়ে “সাধারণ মানুষের সামনে” ঘটেছিল।