ওমানে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু গায়িকা চিত্রার বোনের

ওমানের জেবেল শামস অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে এক ভারতীয় মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫২ বছর বয়সী শারদা আইয়ারের আদি বাড়ি ভারতের কেরালার থাজাভাতে। তিনি প্রয়াত কৃষি বিজ্ঞানী আরডি আইয়ার ও রোহিনী আইয়ারের কন্যা এবং মালয়ালম প্লেব্যাক গায়িকা চিত্রা আইয়ারের বোন। গালফ নিউজের একটি প্রতিবেদন অনুসারে, কর্তৃপক্ষ জানিয়েছে যে ওমান এয়ারের প্রাক্তন ম্যানেজার আইয়ার ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটের জেবেল শামস এলাকার দুর্গম ওয়াদি ঘুলের চিহ্নিত পথ ধরে একটি দলের সঙ্গে ট্রেকিং করছিলেন, তখনই ২ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি, তবে ওই স্থানের খাড়া পর্বত এবং বন্ধুর ভূখণ্ড ট্রেকারদের কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইয়ারের মরদেহ ওমান থেকে কেরালায় নিয়ে আসা হচ্ছে এবং ৭ জানুয়ারি থাজাভাতে তাদের পৈতৃক বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।