আইএসএল নিয়ে আলোচনার মাঝেই প্রথম দলের কার্যক্রম স্থগিত করল FC Goa

FC Goa

ডিসেম্বরের শুরুতে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপ জেতা এফসি গোয়া (FC Goa), আইএসএল পুনরায় শুরু করার একটি উপায় খুঁজে বের করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাথে আলোচনায় ভূমিকা নেওয়া আইএসএল দলগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব ছিল। কিন্তু তারাও শেষ পর্যন্ত হতাশার বহিঃপ্রকাশ করেছে প্রথম দলের কার্যক্রম স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে।

এই সিদ্ধান্তটি এমন এক দিন আগে এসেছে, যেদিন এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছে ক্লাবগুলোকে পাঠানো প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে এবং সংক্ষিপ্ত ২০২৫-২৬ মরসুম শুরু করার জন্য সাংগঠনিক খরচের একটি অংশ বহন করার বিষয়ে ফেডারেশনের প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে।


এক ক্লাব কর্তা সতর্ক করে এমনও বলেছেন, “আগামী কয়েক দিনের মধ্যে এই অচলাবস্থার অবসান না হলে আরও অনেক দল বেঙ্গালুরু এফসি, এফসি গোয়ার পথ অনুসরণ করবে।”

বেঙ্গালুরু এফসি ৩১ ডিসেম্বর তাদের প্রথম দলের কার্যক্রম স্থগিত করেছে। এবার সেই পথেই হাঁটল এফসি গোয়া। শেষ পর্যন্ত এই পরিস্থিতি সামলানোর উপায় কী তা এখনও কারও জা‌না নেই। যে কারণে কোটি কোটি টাকা খরচ করে দলগুলোর কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

এর আগে বোরহা হেরেরা ভারতীয় ফুটবলের দৈন্য দশার মধ্যে দল ছেড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইস্টবেঙ্গল ফরোয়ার্ড হামিদ আহাদাদও ক্লাব ছাড়লেন। সোমবার বিকেলে ক্লাবের তরফে এই তথ্য জানানো হয়েছে।  ২০২৫-২৬ মরসুম শুরু হতে বিলম্বের কারণে সাম্প্রতিক দিনগুলোতে নিজ নিজ আইএসএল দল ছেড়ে যাওয়া বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের তালিকায় যোগ দিয়েছেন এই মরোক্কান ফুটবলার।

৩১ বছর বয়সী আহাদাদ, যিনি অতীতে মরক্কোর হয়ে ২০টি ম্যাচ খেলেছেন, তবে ক্লাব ছাড়ার কারণ হিসেবে আইএসএল নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেননি। ইস্টবেঙ্গল ‘এক্স’-এ বলেছে, “ইস্টবেঙ্গল এফসি পারস্পরিক সম্মতিতে হামিদ আহাদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এই সময়ে তিনি পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“একটি ক্লাব হিসেবে আমরা মাঠের বাইরেও খেলোয়াড়দের সুস্থতাকে মূল্য দিই, তাই আমরা তার ইচ্ছাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবটি ইতিমধ্যেই তার জন্য একজন উপযুক্ত বিকল্প খোঁজার কাজ শুরু করেছে।”

মুম্বই সিটি এফসিও তাদের স্প্যানিশ সেন্টার-ব্যাক তিরির তিন বছর পর ক্লাব ছাড়ার ঘোষণা করেছে। ক্লাবটি ‘এক্স’-এ এই খবরটি নিশ্চিত করেছে। এভাবেই ক্রমশ একটু একটু করে পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল। চলে গিয়েছে অন্ধকার গহ্বরে। সেখান থেকে কে বা কারা উদ্ধার করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle