উত্তরপ্রদেশে প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ

চলতি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময় একটি বড় আকারের যাচাই-বাছাই অভিযানের পর উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, ফলে রাজ্যের ভোটার সংখ্যা প্রায় ১৫ কোটি থেকে কমে প্রায় ১২ কোটিতে দাঁড়িয়েছে, বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও)। উত্তর প্রদেশের সিইও বলেছেন যে, পুরোনো তালিকার ১৫ কোটিরও বেশি ভোটারের মধ্যে প্রায় ১২ কোটি ভোটার নিজে বা পরিবারের কোনও সদস্যের মাধ্যমে স্বাক্ষর করে যাচাইকরণ ফর্ম ফেরত দিয়েছেন। এর অর্থ হল, প্রায় ৮১ শতাংশ ভোটার ফর্মে স্বাক্ষর করে তা ফেরত দিয়েছেন, আর প্রায় ১৮ শতাংশ ভোটার তা করেননি।