শোভন কেন এত নিষ্প্রভ?

sovon chaterjeeশোভন চট্টোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: শোভন চট্টোপাধ্যায় কি ইস্তফা দেবেন? না কি তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হবে?
জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। আর জল্পনার সেই আগুনে ঘি দিয়েছে, শোভনবাবুর লালবাজারে যাওয়া। শুক্রবার সন্ধ্যায় তিনি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে গিয়েছিলেন।

শনিবার কলকাতা পুরসভায় পুর বাজেট ছিল। কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায় সেখানে দেরি করে আসেন। তাতেই প্রশ্ন তোলেন কাউন্সিলররা। শুক্রবার তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। সেখানেও শোভন যাননি। তাঁর শরীর খারাপ বলে জানিয়েছিলেন। কিন্তু ওই দিনই বিকালে তিনি পুরভবনে গিয়েছিলেন। সন্ধ্যায় শহরের অন্য একটি জায়গাতেও তাঁকে দেখা যায়।

শনিবার বাজেট শুরু হওয়ার পর প্রায় ১৫ মিনিট দেরিতে সভাকক্ষে ঢোকেন মেয়র। বাজেট বক্তৃতাও দেন তিনি. তবে, সেটাও খুব সংক্ষেপে। আর তাতেই ক্ষেপে ওঠেন কাউন্সিলররা। এর পর শোভন নিজের ঘরে চলে যান। বাজেট অধিবেশনে দলীয় কাউন্সিলরদের কর্তব্য ঠিক করতে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানেও তিনি ঢোকেন দেরি করে।

এর পরেই শনিবার সন্ধ্যায় হঠাৎ লালবাজারে দেখা যায় মেয়রকে। তিনি পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু, পুলিশ কমিশনারকে না ডেকে নিজেই কেন দেখা করতে চলে এলেন মেয়র? প্রশ্ন উঠছে।

পুলিশ কমিশনার তখন লালবাজারে ছিলেন না। কিছু ক্ষণ অপেক্ষা করেন মেয়র। কেন গিয়েছিলেন মেয়র পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে, তা যদিও জানা যায়নি।

তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর নিরন্তর ঘনিষ্ঠ যোগাযোগও আর আগের মতো নেই। মেয়রের পাশাপাশি তিনি আবাসন, পরিবেশ ও দমকল মন্ত্রীও বটে। এতগুলি দফতরের কাজে যে ধরনের সময় ও মনোযোগ দেওয়া দরকার শোভন তা দিচ্ছেন না বলেও অভিযোগ। সম্প্রতি মেয়রের নিরাপত্তা জেড প্লাস থেকে কমিয়ে জেড করা হয়েছে।

সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। মেয়র কে কি দায়িত্ব থেকে সরে যেতে হবে? তাঁকে কি সরিয়ে দেওয়া হবে মন্ত্রিসভা থেকেও? দল থেকেও কি সরিয়ে দেওয়া হবে? সবটাই জল্পনার স্তরে রয়েছে।