শালিমার স্টেশনে ভেঙে পড়ল প্ল্যাটফর্ম শেল্টার, মৃত ১

শালিমার স্টেশনে ভেঙে পড়ল প্ল্যাটফর্ম শেল্টার, মৃত ১শালিমার স্টেশনে ভেঙে পড়ল প্ল্যাটফর্ম শেল্টার, মৃত ১

জাস্ট দুনিয়া ডেস্ক: শালিমার স্টেশনে ভেঙে পড়ল প্ল্যাটফর্ম শেল্টার সোমবার বিকেলে। এ দিন বিকেল ৩টে নাগাদ ওই স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে নির্মীয়মান শেল্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। গুরুতর জখম হন এক জন।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেল ৩টে নাগাদ শালিমার স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে সদ্য ঢালাই হওয়া কংক্রিটের ছাদ বিকট শব্দে ভেঙে পড়ে। ওই কাজ করছিল রেলেরই সংস্থা ‘ইরকন’। যাঁরা ওখানে কাজ করছিলেন, বিকট শব্দ শুনে তাঁদের তিন জন কোনও রকমে বেরিয়ে আসেন।

বাংলার আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

আটকে পড়েন দু’জন। ভেঙে পড়া ছাদের ধাক্কায় ছিঁড়ে যাওয়া হাইটেনশন তার এবং ঢালাই ছাদের অংশ তাঁদের উপর পড়ে। পরে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চার সদস্যের একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে রেলের তরফে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)