জাস্ট দুনিয়া ব্যুরো: উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেলেন বিধায়করা। টাকা না চেয়ে তাঁদেরকে আগে কাজ করার উপদেশ দিলে তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীর অভিযোগ টাকা দেওয়া সত্ত্বেও পিডব্লুডি কোনও কাজ করেনি। তৃতীয়বার বাংলার মসনদে বসার পর এই প্রথম উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন তিনি। সেখানে হাজির ছিলেন জেলার বিধায়ক, সাংসদ , জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা। প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি। সবার অভিযোগ, দাবি শোনেন। এদিকে সম্প্রতি চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনা নিয়েও রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ার যেন শহরে কোনও দুর্ঘটনা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
চিংড়িঘাটার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, রোজ এখানে দুর্ঘটনা ঘটছে। কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেটের মধ্যের সমস্যাও যে তাঁর অজানা নয় তা পরিষ্কার করে এদিন বুঝিয়ে দেন তিনি। তাদেরই সমস্যার সমাধান করার নির্দেশ দেন। রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের উদ্দেশে বলেন, ‘‘আর একটিও দুর্ঘটনা চাই না। একজনেরও প্রাণহানি যেন না হয়।’’
এদিনই উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেন নতুন দিবস পালনের। ১ জানুয়ারি হবে স্টুডেন্টস ডে। তিনি চিরকালই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের জন্য নানা প্রকল্প চালু করেছেন। এবার তাদের জন্য দিনও বাধা হল। কারণ ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, বছরের প্রথম দিন উৎসর্গ করা হবে ছাত্রদের। শুনে নিন মধ্যমগ্রামে প্রশাসনিক সভার মঞ্চ থেকে আর কী কী বার্তা দিলেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)