মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে রাজ্যের নেতা-কর্মীদের ভাবতে হবে না: অমিত শাহ

মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গেদক্ষিণেশ্বরে অমিত

জাস্ট দুনিয়া ব্যুরো: মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে রাজ্যের নেতা-কর্মীদের ভাবতে হবে না বলে জানিয়ে দিলেন অমিত শাহ। দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্পোচ্চ নেতা অমিত শাহ। শুক্রবার সফরের শেষ দিনে তাঁর কর্মসূচি ছিল কলকাতায়। দলীয় সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে অমিত শাহ মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে রাজ্যের নেতা-কর্মীদের ভাবতে বারণ করেন। গতকালের মতো এ দিনও দাবি করেন, বিজেপি রাজ্যে দু’শোরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।

শুক্রবার অমিত শাহ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘দিদিরএকমাত্র লক্ষ্য তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। আর বিজেপির একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গের বিকাশ ও উন্নয়ন।’’ এর পরেই তিনি বলেন, ‘‘বাংলার মানুষকেই ঠিক করতে হবে, তাঁরা পরিবারতন্ত্র চান, না বিকাশ!’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

এ দিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান অমিত। পরে বিজেপির সাংগঠনিক বৈঠক করেন। বিকেলে সাংবাদিক সম্মেলনও করেন অমিত শাহ। বিজেপি জিতলে বাংলায় মুখ্যমন্ত্রী কে হবেন, সে প্রশ্নও এ দিন ওঠে সাংবাদিক বৈঠকে। সেকানে অমিত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মুখ ভোটের আগে ঘোষণা করা হবে কি না, তা দলের সংসদীয় বোর্ড এবং সর্বভারতীয় সভাপতি ঠিক করবেন। সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই আমরা উত্তরপ্রদেশ-সহ অনেক রাজ্যে জিতেছি।’’

প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বা তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ইদানীং বেশ জল্পনা ছড়িয়েছে। সে প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘‘ওঁদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে শুধু দু’জন কেন, তালিকা অনেক লম্বা।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

এ দিন নির্দিষ্ট সময়ের প্রায় ৫৫ মিনিট পরে দক্ষিণেশ্বরে আসেন অমিত শাহ। তাঁকে চন্দন পরিয়ে ও শাঁখ বাজিয়ে বরণ করতে সকালেই ম‌ন্দির চত্বরে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী, কর্মী সহ অন্যান্যরা। সকাল ১০টা ৫৫ মিনিটে মন্দিরে এসে পৌঁছন তিনি।