জাস্ট দুনিয়া ডেস্ক: কবীর সুমন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। আগামী কাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাঁর ঠিক আগেই বাংলা ভাষা নিয়ে একটি এফএম চ্যানেলের বিতর্কের বিষয় নিয়ে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করলেন ফেসবুকে। কবীর সুমন রীতিমতো ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন বিখ্যাত ওই গায়ক।
বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা পোস্ট করে সুমন লিখেছেন, ‘‘দয়া করে সকলে শুনুন। আজ বিশে ফেব্রুয়ারি। আসছে কাল একুশে— শুনুন, দয়া করে শুনুন।’’ ওই ভিডিওয় সুমনকে বলতে শোনা গিয়েছে, ‘‘অনেক দিন পর আমি ভ্লগ করতে ভালবাসি না। ইদানীং আর করতে ইচ্ছে করে না। কিন্তু করতে বাধ্য হচ্ছি। একটু আগেই একটা টেলিফোন এসেছিল আমার কাছে। একটি এফএম চ্যানেল থেকে বলা হল একটা বিতর্কে অংশ নিতে। বিতর্ক এই রকম… বাংলা ভাল ভাষাও নয়, ভালবাসাও নয়। আজ বিশে ফেব্রুয়ারি। আগামিকাল একুশ। আমরা রয়েছি শহর কলকাতায়। এটা নাকি বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমাকে বলা হল, প্লিজ আপনি বলুন। তারকারা সবাই মত দিচ্ছেন। নিশ্চয়ই তাঁরা তামিল বা তেলুগু তারকা নয়। আমি হাসব না কাঁদব?’’
এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন
এর পর তিনি জানতে চান, তাঁর মতো প্রবীণ নাগরিককে এটা জিজ্ঞেস করতে খারাপ লাগছে না? কিন্তু চ্যানেলের সেই যুবক তাঁকে বলেই গিয়েছেন, ‘‘তারকারা মত দিচ্ছেন!’’
দেখুন কবীর সুমন-এর সেই ভ্লগ…
সুমন প্রশ্ন তুলেছেন, ‘‘তা হলে কি হেরে গেলাম আমরা?’’ এর পর তিনি বলেছেন, ‘‘অনেক দিন আগে, ১৯৭৬ সালে জার্মানিতে শহিদ কাদরির সঙ্গে আলাপ হয়েছিল আমার। উনি বলেছিলেন, সুমন, সাংস্কৃতিক লড়াইয়ে আপনারা জিতে গিয়েছেন। আমি তাঁকে বলেছিলাম, বোধহয় নয়… বোধহয় নয়… শহিদ বেঁচে গিয়েছেন। তাঁকে এ প্রশ্ন শুনতে হল না…’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)