জাস্ট দুনিয়া ব্যুরো: প্রথমদিন একগুচ্ছ বিনিয়োগের পর দ্বিতীয় BGBS 2022-এর মঞ্চ আরও চমকের অপেক্ষায় ছিল। মঞ্চে যেমন ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তেমনই ছিলেন শিল্পপতিরা। এদিন রাজ্যকে সেরা উপহারটা দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি। তিনি যেমন মুখ্যমন্ত্রীকে জানালেন, কীভাবে সব হাসপাতালে হাসপাতালে নাসিং ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাজ্যে কর্ম সংস্থান বাড়ানো যায় তেমনই জানালেন তাঁর বিশাল লক্ষ্যের কথাও। তিনি এই মঞ্চ থেকেই জানিয়ে দিলেন, রাজ্য সরকারের সাহায্য পেলে আগামী ৩-৪ বছরের মধ্যে কলকাতা শহরের বুকে তৈরি হবে হাজার বেডের মাল্টিস্পেশালিটি হাসপাতাল। যেখানে হৃদযন্ত্রের সমস্যা থেকে অঙ্গপ্রতিস্থাপন সব হবে এক ছাদের তলায়। তিনি বলে গেলেন, এই রাজ্য তাঁকে অনেক কিছু দিয়েছে তাই তিনিই জীবনের শেষ দিন পর্যন্ত তা ফিরিয়ে দিতে চান।
এর সঙ্গে এদিন বেশ কয়েকটি পোর্টালের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের পোর্টাল। যেখানে বিনামূল্যে ইন্ডাস্ট্রিগুলো তাঁদের তথ্য দিতে পারবে। এর পর তিনি উদ্বোধন পশ্চিমবঙ্গ অনলাইন এক্সিভিশন পোর্টাল। নিজেদের প্রোডাক্ট বিনামূল্যে এখানে দিতে পরবে এবং সেখানে ভার্চুয়াল এক্সিভিশনও করতে পারবে তারা। সব সেলফ হেলপ গ্রুপের জন্য একটি পোর্টালেরও উদ্বোধন করলেন তিনি।
দেখে নিন বিস্তারিত অনুষ্ঠান—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)