জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন করাই বিজেপি সরকারের প্রথম কাজ হবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানার ইন্দিরা ময়দান থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু সরকারি কর্মচারীই নয়, রাজ্যে ক্ষমতায় এলে তাঁরা বাংলার মৎস্যজীবী থেকে শিক্ষকদের জন্য কী কী করবেন, সেই সংক্রান্ত প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার এ রাজ্যে এসে অমিত জানিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে বাংলার কৃষকরা এককালীন ১৮ হাজার টাকা করে পাবেন। এ বার মৎস্যজীবীদের জন্যও দিলেন প্রতিশ্রুতি। জানালেন, ক্ষমতায় এলে রাজ্যের মৎস্যজীবীদের জন্য বছরে ৬ হাজার টাকা করে অনুদান দেবে বিজেপি সরকার।
আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে
এ দিন কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় প্রথমে পৌঁছন অমিত। পরে সেখান থেকে গঙ্গাসাগরে যান। সেখানে সাগর দর্শনের পরে কপিলমুনির আশ্রমে পুজো দেন। এর পরে যান নামখানায়। সেখানেই একটি জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের ভাষণে অমিত বলেন, ‘‘এক বার বাংলায় বিজেপি-র সরকার বানিয়ে দিন। ক্ষমতায় এলেই আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করব।’’
পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গ টেনে তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত। তিনি বলেন, ‘‘পার্শ্ব শিক্ষকরা নায্য বেতনের দাবিতে আদি গঙ্গায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে বেতন কাঠামো ঠিক করার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।’’
দক্ষিণ ২৪ পরগনা জেলায় ‘সি ফুড প্রসেসিং হাব’ গঠনের প্রতিশ্রুতিও দেন অমিত। পাশাপাশি তিনি বলেন, ‘‘গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে বিদেশি পর্যটক টানতে গঙ্গাসাগর মেলাক ‘আন্তর্জাতিক মেলা’-র স্বীকৃতি দেওয়া হবে।’’
আমপানএর ত্রাণ বিলি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। অমিত এ দিন এক ধাপ এগিয়ে বলেন, ‘‘আমপানের টাকা যারা চুরি করেছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)