জাস্ট দুনিয়া ডেস্ক: সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই আছেন। শনিবার দুপুরে এমনটাই জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এ দিন সকাল থেকেই আচমকা রটে যায়, অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বাড়ির সামনে ভিড় বাড়তে শুরু করেছে, এমন গুজবও রটতে থাকে। একটা সময়ে রটে যায়, বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হয়েছে উডল্যান্ড হাসপাতালে। দুপুরের দিকে সেই খবর ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উদ্বীগ্ন হয়ে পড়েন সিপিএমের কর্মী-সমর্থক-সহ বুদ্ধবাবুর অনুরাগীরা।
করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষে রাজ্য সিপিএমের টুইটার হ্যান্ডলে লেখা হয়, সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য । সেখানে সূর্যকান্ত মিশ্রকে উদ্ধৃত করে লেখা হয়, ‘‘যে খবর ছড়ানো হচ্ছে সেই খবর ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।’’
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, ভাল আছেন বুদ্ধবাবু। তাঁর শারীরিক অবস্থা ঠিকই আছে।
কমরেড @mishra_surjya বলেছেন
“যে খবর ছড়ানো হচ্ছে সেই খবর ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।” pic.twitter.com/vUeVFC9tzX
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) May 9, 2020
সকালবেলা রুটিন চেকাআপ করে গিয়েছেন চিকিৎসক। শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি বলেই জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)