করোনা সংক্রমণে এ রাজ্যে মৃত ১০৫, তবে করোনাতেই মারা গিয়েছেন ৩৩ জন: মুখ্যসচিব

করোনা সংক্রমণে এ রাজ্যে মৃত ১০৫করোনা সংক্রমণে এ রাজ্যে মৃত ১০৫

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনা সংক্রমণে এ রাজ্যে মৃত ১০৫, তবে করোনাতেই মারা গিয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার নবান্নে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। একই সঙ্গে তিনি জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২।

মুখ্যসচিব রাজীব সিংহ এ দিন জানান, এ-পর্যন্ত শুধু করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন মোট ৩৩ জন। আরও ৭২ জন করোনা পজ়িটিভ রোগীর মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। ফলে করোনা সংক্রমণ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০৫ বলে জানান তিনি।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

মুখ্যসচিব বলেন, ‘‘করোনা মৃত্যু নিয়ে রাজ্যের গঠিত অডিট কমিটির কাছে এই ১০৫ জনের বিষয়টি পাঠানো হয়েছিল। তারা এমনই মনে করেছে।’’

মুখ্যসচিব জানান, এই ১০৫টি মৃত্যু নিয়ে সবিস্তার গবেষণা ও পর্যবেক্ষণের পরে অডিট কমিটি রিপোর্টদিয়েছে সরকারকে। করণীয় কী কী, তা-ও জানিয়েছে। সেই মতো সরকার পদক্ষেপ করবে। একই সঙ্গে তিনি বলেন, ‘‘এখন থেকে আর সব করোনা-মৃত্যু অডিট কমিটির কাছে পাঠানো হবে না। তবে কমিটি ভেঙে দেওয়াও হবে না। প্রয়োজনমতো নমুনা ধরে তারা অডিট চালু রাখবে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)