করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন প্রায় ৬৪ শতাংশ মানুষ, জানাল রাজ্য

India Covid-19

জাস্ট দুনিয়া ব্যুরো: করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন প্রায় ৬৪ শতাংশ মানুষ, বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন এমনটাই জানাল। কারণ, গত কয়েক দিনে রাজ্যে ডিসচার্জ রেট অনেকটাই বেড়ে দিন হয়েছে ৬৩.৯৪ শতাংশ। নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ৪৪৫ জন। ১১ জন মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়।

রাজ্যে সুস্থতার হার বাড়ায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৪ জন। ওই বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত হাজার ৭০২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৭৩ জন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে হাজার ৪২৩টি। মোট কোভিড১৯ টেস্ট হয়েছে লক্ষ ২৯ হাজার ৭৬৬টি। রাজ্যে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। ৭৮টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালের সংখ্যা ২৫টি।

কলকাতায় মোট আক্রান্ত বার পাঁচ হাজার ছোঁওয়ার পথে। শহরে মারা গিয়েছেন ৩৪৫ জন।

(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)