মরা মাছ-কচ্ছপ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, ছটের দূষণেই কি মৃত্যু? উঠছে প্রশ্ন

মরা মাছ-কচ্ছপ ভেসে উঠল রবীন্দ্র সরোবরেমরা মাছ-কচ্ছপ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে

জাস্ট দুনিয়া ডেস্ক: মরা মাছ-কচ্ছপ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, ছটের পরেই এমন ঘটনায় স্বাভাবিক ভাবে অনেকেই আঙুল তুলছেন পুজোর উপাচার জলে ফেলার দিকে। তাঁদের একটা বড় অংশের দাবি, জল দূষণের কারণেই ওই মাছ-কচ্ছপদের মৃত্যু হয়েছে।

প্রতি দিন সকালে অনেকেই রবীন্দ্র সরোবরে প্রাতর্ভ্রমণ করতে যান। তাঁদের কয়েক জন সোমবার সকালে সরোবরের ধারে একটি ঝোপের ভিতর একটা কচ্ছপকে দেখতে পান। পরে বোঝা যায়, সেটি মৃত। কিছু দূরে তাঁরা দেখেন, দুটো মাছও মরা অবস্থায় জলে ভেসে রয়েছে। ছটপুজোর কারণে, সরোবরের জল যে দূষিত হতে পারে তা আগে থেকেই বলছিলেন পরিবেশ কর্মীরা। এ দিন মাছ-কচ্ছপ মারা যাওয়ায় সেই আশঙ্কাই সত্যি হল বলে মনে করছেন তাঁরা।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

তবে, জল দূষিত হলে সরোবরের সব মাছই মারা যেত বলে দাবি করেছেন কেউ কেউ। একই কথা বলেছে কেএমডিএ। তাদের মতে, জল দূষিত হলে একটা-দুটো নয়, আরও জলজ প্রাণী মারা পড়ত। পরিবেশ কর্মীদের একাংশ যদিও তা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ছটপুজোর উপাচার যথেচ্ছ ভাবে সরোবরের জলে ফেলার কারণেই এই মৃত্যু।

তবে কী কারণে ওই মাছ-কচ্ছপ মারা গিয়েছে তা জানতে ইতিমধ্যেই সরোবরের জলের নমুনা সংগ্রহ করেছে কেএমডিএ। সেই রিপোর্ট এলেই জানা যেতে পারে, মরা মাছ-কচ্ছপ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে-র জলে কেন?

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)