জাস্ট দুনিয়া ব্যুরো: Dinajpur Administrative Review মিটিংয়ে দুই জেলার কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। এর আগে দার্জিলিং ও কালিম্পং জেলা সফরে গিয়েছিলেন তিনি। এবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অবস্থা নিয়ে আলোচনায় বসলেন তিনি। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় রয়েছে বাংলাদেশের বর্ডার। তিনি জানান, সেখানকার সমস্যা সমাধানের দায়িত্ব কেন্দ্রের। কিন্তু বারবার চিঠি লেখা স্বত্ত্বেও তার কোনও সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। তাই রাজ্যের ফান্ড থেকেই সেই ব্যবস্থা করার কথা বলেন। বিশেষ করে নদী বাঁধের ক্ষেত্রে। শুনে নিন প্রশাসনিক বৈঠকে কী কী নিয়ে আলোচনা হল—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)