দমদম মেট্রো স্টেশনের গুলি কাণ্ডে নয়া মোড়

কলকাতা মেট্রো

জাস্ট দুনিয়া ব্যুরো: দমদম মেট্রো স্টেশনে শুক্রবার রেলরক্ষী বাহিনী (আরপিএফ)-র জওয়ানের রাইফেল থেকে একটি নয় দু’টি কার্তুজ বেরিয়েছিল। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকে দু’টি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে।

ওই দিন দুপুরে ডিউটি বদলের সময় আরপিএফের এক জওয়ানের রাইফেল থেকে আচমকা গুলি ছিটকে যায়। আহত হন সঙ্গীতা বসু নামে এক মহিলা। তাঁর ন’বছরের ছেলে সপ্তর্ষিও আহত হয়। দীনেশ কুমার মিনা নামে ওই জওয়ানের হাত ফস্কে ইনসাস রাইফেলটি মাটিতে পড়ে গিয়েছিল। তার ফলেই গুলি বেরোয়। মাটির দিকে বন্দুকের নল থাকায় গুলি ছিটকে প্রথমে মাটিতে লাগে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল ও রাইফেলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

রেলরক্ষী বাহিনীর বিধি মেনে অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইন্সপেক্টর পদমর্যাদার তিন অফিসারকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। 

এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত আহতদের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার প্রথমে আর জি কর ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় ওই মহিলা ও তাঁর ছেলের। শনিবার সকালে ফের তাঁরা বেসরকারি হাসপাতালে আসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সপ্তর্ষির পায়ের ক্ষতে কোনও ধাতব টুকরো বিঁধে রয়েছে। তার বাবা জানিয়েছেন, স্ত্রী ও ছেলে সুস্থ হলে অভিযোগ দায়ের করবেন তিনি।

দমদম মেট্রো স্টেশনে হঠাৎই গুলি

আহতেরা অভিযোগ করেননি। কিন্তু, মেট্রোর তরফে পুলিশে ঘটনাটি জানানো হয়েছে। আপাতত কোনও মামলা রুজু না হলেও সিঁথি থানা তদন্তের কাজ এগিয়ে রেখেছে বলেই পুলিশ সূত্রে খবর। ওই জওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। দিন কয়েক আগে প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া ওই জওয়ানের গাফিলতি ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

ওই দিন দুপুরে ডিউটি বদলের সময় আরপিএফের এক জওয়ানের রাইফেল থেকে আচমকা গুলি ছিটকে যায়। আহত হন সঙ্গীতা বসু নামে এক মহিলা। তাঁর ন’বছরের ছেলে সপ্তর্ষিও আহত হয়।

মেট্রো সূত্রের খবর, রেলরক্ষী বাহিনীর বিধি মেনে অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইন্সপেক্টর পদমর্যাদার তিন অফিসারকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজও। রাইফেলটিও তাঁরা পরীক্ষা করবেন। এক আরপিএফ জওয়ান জানিয়েছেন, মাটিতে পড়ে দুই রাউন্ড গুলি ছিটকে বেরনোর পরে রাইফেলটি লক হয়ে গিয়েছিল। তাই আর বেশি গুলি বেরোয়নি।