কলকাতায় ‘গোলি মারো শালো কো’ স্লোগা‌ন, অমিত শাহের সভার পথে

কলকাতায় ‘গোলি মারো শালো কো’ স্লোগা‌নশহিদ মিনারের সভায় অমিত শাহ...

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতায় ‘গোলি মারো শালো কো’ স্লোগা‌ন শোনা গেল। যাঁরা ওই স্লোগান দিলেন, তাঁদের হাতে বিজেপির পতাকা, মুখে ‘দেশ কে গদ্দারো কো…’— ঠিক যেমনটা দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন।

রবিবার শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সম্বর্ধনা সভা ছিল। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংসদে পাশ করানোর কৃতিত্ব দিয়েই অমিতকে ওই সম্বর্ধনা। এ দিন সকাল থেকেই দুপুরের ওই সভার জন্য ভিড় জমতে শুরু করে শহিদ মিনার চত্বরে। দুপুর দুটো থেকে সভা ছিল অমিতের। বেলা সওয়া দুটো নাগাদ ধর্মতলা চত্বরে এক দল মানুষকে ওই স্লোগান দিতে শোনা যায়। হাতে বিজেপির পতাকা নিয়ে কলকাতায় ‘গোলি মারো শালো কো’ স্লোগান দিতে দিতে তাঁরা এগিয়ে যেতে থাকেন অমিতের সভাস্থ‌লের দিকে।


এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন

লালবাজার সূত্রে জানা গিয়েছে ওই দলে যাঁরা ছিলেন তাঁদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত হয়ে বিভিন্ন ধারায় মামলা দায়ের করছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিতও করা হবে বলে জানা গিয়েছে।

এ দিন সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে তিনি গিয়েছিলেন রাজারহাটে এনএসজির একটি অনুষ্ঠানে। তার পর সেখান থেকে সোজা দুপুর সওয়া দুটো নাগাদ পৌঁছন শহিদ মিনারে।

শহিদ মিনারের সভা থেকে অমিত সিএএ-র সমর্থনে ভাষণ দেন। জানান, সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং ওই আইন প্রতিবেশী দেশগুলো থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য আ‌না হয়েছে। অমিত বলেন, ‘‘সিএএ-র নামে ভয় দেখানো হচ্ছে। সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল। মনে রাখবেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়।’’

গত লোকসভা নির্বাচ‌নে ৪২টির মধ্যে ১৮টি আসনে বিজেপিকে জয়ী করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আপনারা ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ পার করিয়েছেন।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে এ দিন ফের দুর্নীতি তিরে বিঁধেছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, তোলাবাজি, সিন্ডিকেট, খুন-সন্ত্রাসে বাংলা ভরে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়েছে। অমিত বলেন, ‘‘ভাইপো থেকে পঞ্চায়েতপ্রধান, সকলেই দুর্নীতিতে ডুবে রয়েছেন। আপনার বিজেপি সরকার গড়ুন, আমরা দুর্নীতিবাজদের ধরে ধরে জেলে ভরব।’’

এর পরেই অমিত উপস্থিত জনতার কাছে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘পাঁচ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব।’’

শহিদ মিনারে বিজেপির সভা…

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)