জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন আর কাউকে ভাবায় না। মাঝে মাঝেই তা জেগে ওঠে। এবার নতুন সংঘাতের জন্ম দিলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor On Education)। শুক্রবার তিনি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বিশ্ব বিদ্যালয়গুলোতে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না। সবাই তাঁকে এড়িয়ে চলে। সঙ্গে তিনি জুড়ে দেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল নাকি এতটা খারাপ যা দেখে তিনি রাতে ঘুমোতে পারেন না। তবে হুমকিও দিয়ে রাখেন উপাচার্যরা যদি ইউনিয়ম করেন তাহলে ছাড়া হবে না তাঁদের। শুনে নিন আর কী কী বললেন তিনি—
WB Governor Shri Jagdeep Dhankhar along with Dr Sudesh Dhankhar at National Students’ Convocation-2022 by The Institute of Cost Accountants of India @ICAICMA at Science City Auditorium, Kolkata at 11 am today. pic.twitter.com/EDbWKvVmWM
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 29, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)