জাস্ট দুনিয়া ব্যুরো: মেইন লাইনে বাতিল করা হল প্রচুর লোকাল ট্রেন। তা-ও আবার ভরা অফিসের দিনে।
কারণ, ব্যারাকপুর ও ইছাপুর স্টেশনের মধ্যে অটোমেটিক সিগন্যালের কাজ হবে। শুক্রবার থেকে শুরু করে এই কাজ চলবে রবিবার পর্যন্ত। মেইন লাইনে সব স্টেশনেই অটোমেটিক সিগনালিং সিস্টেম আগে থেকেই কাজ করছে। মাঝে শুধু ইছাপুর ও পলতায় ছিল না এই ব্যবস্থা। সেটাই সম্পূর্ণ করা হবে এ বার। তা হলে মেইন লাইনের সব স্টেশনেই চালু হয়ে যাবে অটোমেটিক সিগনালিং সিস্টেম। যার ফলে এই তিন দিন রীতিমতো সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।
মেইন লাইনে বাতিল করা হয়েছে রানাঘাট, নৈহাটি ও ব্যারাকপুর থেকে শিয়ালদহ ও শিয়ালদহ থেকে এই তিন স্টেশনগামী প্রায় সব ট্রেন। যার ফলে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ১০ পর্যন্ত বাতিল করা হচ্ছে এই সব ট্রেন।
৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত যে সব আপ ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে ৭টি ব্যারাকপুর লোকাল। ৯টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। রানাঘাট-লালগোলা বাতিল করা হয়েছে ১টি। বাতিল করা হয়েছে ১টি দমদম জংশন-ব্যারাকপুর লোকাল। এই দিন ডাউন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে, ৭টি ব্যারাকপুর লোকাল। ৯টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। ১টি রানাঘাট লোকাল। একটি ব্যারাকপুর-দমদম জংশন লোকাল।
মাঝেরহাট সেতু সংস্কার কেন করা হয়নি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৮ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পর ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত যে সব আপ ট্রেন বাতিল থাকবে তার মধ্যে ১৩টি ব্যারাকপুর লোকাল। ১৩টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। ১টি রানাঘাট লোকাল। ১টি রানাঘাট-লালগোলা। ১টি দমদম জংশন ব্যারাকপুর লোকাল। এই দিন ডাউন লাইনে বাতিল থাকবে ১৩টি ব্যারাকপুর লোকাল। ১৩টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। ১টি রানাঘাট লোকাল। ১টি রানাঘাট-লালগোলা। ১টি ব্যারাকপুর-দমদম জংশন লোকাল।
৯ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পরদিন ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত যে সব আপ ট্রেন বাতিল থাকবে তার মধ্যে ৪টি ব্যারাকপুর লোকাল। ৬টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। ১টি রানাঘাট লোকাল। ১টি দমদম জংশন-ব্যারাকপুর লোকাল। একই দিনে ডাউন লাইনে বাতিল থাকবে ৪টি ব্যারাকপুর লোকাল। ৬টি নৈহাটি লোকাল। ৪টি কল্যাণী সীমান্ত লোকাল। ১টি রানাঘাট লোকাল। ১টি ব্যারাকপুর-দমদম জংশন লোকাল।
১০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত যে সব আপ ট্রেন বাতিল থাকবে তার মধ্যে ৫টি ব্যারাকপুর লোকাল। ২টি নৈহাটি লোকাল। ১টি রানাঘাট লোকাল। এই দিন ডাউন লাইনে বাতিল থাকবে ৫টি ব্যারাকপুর লোকাল। ২টি নৈহাটি লোকাল। ১টি রানাঘাট লোকাল। পূর্ব রেলের তরফে বাকি ট্রেন চলাচল বিঘ্ন হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
এর মধ্যেই মাঝেরহাট উড়ালপুলের যে অংশ ভেঙে পড়েছে তা একদম ট্রেন লাইনের কাছে। নিরাপত্তার কথা ভেবে চক্ররেল চলাচল আপাতত ওই জায়গায় বন্ধ রাখার কথাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চক্ররেলের মাঝের হাটগামী সব ট্রেম সাময়িক বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের গতি পরির্বতন করা হয়েছে। যাত্রীদের সমস্যা মেটাতে দেওয়া হয়েছে বেশ কিছু বিশেষ ট্রেনও। আপাতত চারটি ট্রেন চলবে এই মাঝেরহাট পর্যন্ত। এর পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে রেল।