জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ছেন, চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী মোদীকে

জয় বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ছেন বলে জানিয়েছেন। দল ছাড়ার এই সিদ্ধান্তের কথা তিনি চিঠি পাঠিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একই সঙ্গে তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত দু’বছর যাবৎ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। জয়ের অভিযোগ, তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।

শনিবার প্রধানমন্ত্রীকে লেখা জয়ের চিঠির কথা প্রকাশ্যে আসে। জয় সেখানে লিখেছেন, ‘শুভ দীপাবলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এই চিঠি লিখছি। আমি গত দু’বছর ধরে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু, অ্যাপয়েন্টমেন্ট পাইনি। অসুস্থতার জন্য আমি মেল এবং চিঠি মারফত আপনার কাছ থেকে মেডিক্যাল ফান্ড চেয়েছিলাম। কিন্তু, আমি পাইনি। ২০১৭ সালে আপনি আমাকে ন্যাশানাল এগজিকিউটিভ মেম্বার করেছিলেন। কিন্তু, নতুন টিম আমাকে ব্রাত্য রেখে ওই পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেয়। যিনি বিজেপির গালে থাপ্পড় মেরে তৃণমূলে যোগ দিয়েছেন। ২০১৪ সালে বিজেপিতে যোগদানের পর থেকেই আমি দলের জন্য পরিশ্রম করে এসেছি। বঙ্গ বিজেপি এবং আপনার হয়ে প্রচার করেছি। এই প্রচারের জন্য আমাকে সমাজবিরোধীদের হাতে প্রহৃত হতে হয়েছে। দুঃখের বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আমার নিরাপত্তারক্ষীও সরিয়ে নেওয়া হয়েছে। এ ভাবে আমাকে অবহেলা করা হচ্ছে। এই বিষয়ে ২০১৭ সালে আমি আপনাকে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে বলেছিলাম। এর ১০ দিন পরে আপনি আমাকে ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার করেছিলেন। স্যর আপনার অনুমতি নিয়ে আমি খুব শীঘ্রই বিজেপি ছাড়তে চলেছি। আমাকে অনুমতি দিন।’

জয়ের ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই তিনি বেসুরো। জয় এর আগে বলেছিলেন, ‘‘আমি এমন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকেছি যেখানে দুর্নীতিতে ভাসার সুযোগ ছিল। কিন্তু, আমার মন কখনও বলেনি দু’নম্বরি টাকা রোজগার করব। আমার বাড়ির চৌকাঠ তাই কোনও দিন পুলিশ পেরোতে পারেনি। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ভালবাসেন। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। তার পর ভাবব কোন দিকে যাব।’’

এর পরেই জয় বন্দ্যোপাধ্যায়ের দলবদলের সম্ভাবনা আরও জোরালো হয়। রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জয় বলেছিলেন, ‘‘ভবানীপুর উপনির্বাচনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত হবেন বিজেপি প্রার্থী।’’ এ বার দল ছাড়ার হুঁশিয়ারিও দিলেন জয়।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)