কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে: আইসিসির সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতাআইসিসি-র ৯৫তম বার্ষিক সাধারণ সভায় মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানেই ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সের ওই ভাষণে, মোদী বলেন, ‘‘আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে।’’

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ওই সভা কলকাতায় অনুষ্ঠিত হয়। সে কারণেই মোদীর এ দিনের ভাষণে গুরুত্ব পেয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। বার বার তাঁর মুখে শোনা গিয়েছে কলকাতার কথা। পশ্চিমবঙ্গের কথা। ভাষণের শুরুতেই তাঁকে বলতে শোনা যায় বাংলায়, ‘‘সবাই ভাল আছেন তো?’’ তাঁর গোটা ভাষণে একাধিক বার উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দের উদ্ধৃতি। শেষ করেনও বাংলায়, ‘‘সবাই ভাল থাকবেন।’’

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

প্রধানমন্ত্রী নিজে বারাণসীর সাংসদ। সেই বারাণসী, যার সঙ্গে কলকাতার জলপথে যোগাযোগ রয়েছে। চালু হয়েছে কলকাতা-বারাণসী জলপথ পরিবহণ প্রকল্প। এ প্রসঙ্গের উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমার নিজের কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার এই যোগ খুব ভাল লাগে।’’ জলপথে যোগাযোগ বাড়লে গ্রিন হাউস গ্যাস নির্গমণ কমবে, রাস্তায় যানজট কমবে, পণ্য পরিবহণে খরচ কমবে— এমন কথাও বলেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করে কেন্দ্র। তার জেরে যে অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে সে কথাও এ দিন শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ দিনের ভাষণে মোদী বলেন, ‘‘এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের সমস্যাও রয়েছে।’’ এই সব সমস্যার সঙ্গে দেশবাসী এক হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)