জাস্ট দুনিয়া ব্যুরো: Kolkata Municipal Election 2021-এর প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। পুরসভা ভোটে সেলিব্রিটি মুখ নয় বরং যুব সমাজ ও মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে এবার। বিধানসভা ভোটের অভিজ্ঞতা নিয়েই পুরসভায় প্রার্থী নির্বাচন করেছে ভারতীয় জনতা পার্টি। স্থানীয় পার্টি কর্মীদের উপরই আস্থা রেখেছে বিজেপি। বিজেপির প্রার্থী হতে চেয়ে অনেকেই আবেদন জানিয়েছিলেন। দেখে নেওয়া যাক ১৪৪টি কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা।
বিজেপির প্রার্থী তালিকা
কেন্দ্র               প্রার্থী
১        আশিসকুমার ত্রিবেদী
২       রাজেন্দ্রপ্রসাদ সাউ
৩      অনিমা সিংহ
৪       সব্যসাচী চক্রবর্তী
৫       রাম যাদব
৬      ড. প্রমীলা সিং
৭       ব্রজেশ ঝা
৮      মনোজ সিং
৯      রুবি বন্দ্যোপাধ্যায়
১০     ঈশ্বর দয়াল সাউ
১১     মানস সেন চৌধুরী
১২     তনুশ্রী রায়
১৩     কুণাল ভট্টাচার্য
১৪     দেবরাজ সাহা
১৫     অনিতা দাস
১৬     শরৎ সিংহ
১৭     পারমিতা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল 
১৮     অনুরাধা সিং
১৯    দেবাশিস শীল
২০    মুকুন্দ ঝাওয়ার
২১    পূর্ণিমা চক্রবর্তী
২২    মীনাদেবী পুরোহিত
২৩    বিজয় ওঝা
২৪    কামিনী তিওয়ারি
২৫    সুনীল হর্ষ
২৬    শশী গণ
২৭    মঞ্জু জয়সওয়াল
২৮   অমিয় হাজরা
২৯   মহম্মদ মুখতার
৩০   মনজিন্দর খার
৩১   নারায়ণ চৌধুরী
৩২   রুবি সান্যাল
৩৩   রীতা দেবনাথ মণ্ডল
৩৪   শোভা দাস
৩৫    গিরিশ শুক্লা
৩৬   রবিকান্ত সিং
৩৭    শেখ মৌসুমী
৩৮   রমেশ ঠাকুর জয়সওয়াল
৩৯   মহম্মদ জাহাঙ্গির
৪০   শেফালি শর্মা
৪১    রাজীব সিনহা
৪২    সুনীতা ঝাওয়ার
৪৩    ছন্দা কারোয়ার
৪৪    মুকেশ সিং
৪৫    কুশল পাণ্ডে
৪৬    পিঙ্কি সোনকার
৪৭    চিত্রপাল বাসোনিয়া
৪৮    চিত্তরঞ্জন মান্না
৪৯    রাজলক্ষ্মী বিশ্বাস
৫০    সজল ঘোষ
৫১     সঞ্জীব গুনিন
৫২    কামিনী সনতানি খটিক
৫৩   গৌতম দাসগুপ্ত
৫৪    দেবাশিস দত্ত
৫৫    অমৃতা ঘোষ
৫৬    তপন সামন্ত
৫৭    মিলন ধেড়ে
৫৮    চন্দন দাস
৫৯    ঐশী মাঝি
৬০    রমেশ কুমার সিংহ
৬১    হরি নারায়ণ তিওয়ারি
৬২    শানিনা খাতুন
৬৩    নবীন মিশ্র
৬৪    দীপঙ্কর সাহা
৬৫    সোনিয়া পাণ্ডে
৬৬    অভিষেক সিংহ
৬৭    সন্দীপ বন্দ্যোপাধ্যায়
৬৮     পিঙ্কি ঘোষ
৬৯     কুশলপ্রসাদ মিশ্র
৭০      ভীম সিং বর্মা
৭১       প্রমীতা ঘোষ
৭২      রুমা নন্দা
৭৩     ইন্দ্রজিৎ খটিক
৭৪     পারমিতা দত্ত
৭৫    মহেশ রাম
৭৬    সজল কর
৭৭     গোপা বন্দ্যোপাধ্যায়
৭৮    বিনা কানোজিয়া
৭৯    জিতেন্দ্র মণি তিওয়ারি
৮০    এরশাদ আহমেদ
৮১     দ্বিতীয়া কৌর
৮২     প্রতাপ সোনকার
৮৩    গৌরাঙ্গ সরকার
৮৪    তমসা চট্টোপাধ্যায়
৮৫     রুবি মুখোপাধ্যায়
৮৬     রাজর্ষি লাহিড়ী
৮৭     অনুশ্রী চট্টোপাধ্যায়
৮৮    সমীর শীল
৮৯    শান্তনু ভট্টাচার্য
৯০    মৌসুমী ভট্টাচার্য
৯১     দিলীপকুমার মিত্র
৯২     সুমন দাস
৯৩     সুমিতা দাসগুপ্ত
৯৪     প্রদীপ্ত অর্জুন
৯৫     রাজীব সাহা
৯৬     সন্দীপা সিংহ রায়
৯৭      সোমা ঘোষ
৯৮     চন্দনকুমার সাহা
৯৯      তানিয়া দাস
১০০    সঞ্জয় দাস
১০১    সন্তোষ মিশ্র
১০২    ইন্দিরা গঙ্গোপাধ্যায়
১০৩    সন্দীপ বাগচী
১০৪     স্বরূপ মুখোপাধ্যায়
১০৫     তমালি রায়
১০৬     পবন বৈদ্য
১০৭      সোমনাথ দাস
১০৮     মেঘনাদ হালদার
১০৯      বিউটি রায় হালদার
১১০       নিতাই মণ্ডল
১১১       পারিজাত চন্দ
১১২       দেবজ্যোতি মজুমদার
১১৩       রুবি মণ্ডল দাস
১১৪       পার্থ পাল
১১৫      তাপস ধারা
১১৬     স্বপ্না বন্দ্যোপাধ্যায়
১১৭      কল্যাণী দাশগুপ্ত
১১৮      দীপঙ্কর বণিক
১১৯      রাখি চট্টোপাধ্যায়
১২০      উজ্জ্বল বড়াল
১২১       চন্দ্রভান সিং
১২২      সংগীতা নাথ দে
১২৩      শর্মিষ্ঠা ভট্টাচার্য
১২৪      শংকর শিকদার
১২৫     ডালিয়া চক্রবর্তী
১২৬     প্রদীপকুমার রায়
১২৭      মল্লিকা বিশ্বাস
১২৮     শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়
১২৯     নবনীতা ভট্টাচার্য
১৩০     শুভাশিস কর
১৩১     রবীন রায়
১৩২     সুতপা গুপ্ত
১৩৩     সদানন্দ প্রসাদ
১৩৪     মমতাজ আলি
১৩৫     অর্চনা গুপ্ত
১৩৬    অনিল বর্মা
১৩৭     রাকেশ বর্মা
১৩৮     জনিতা নাজমিন
১৩৯     মহজাবিন খাতুন
১৪০      মহম্মদ সালাউদ্দিন
১৪১       তাপস ঢালি
১৪২       অমর দাস
১৪৩      গার্গী বিশ্বনাথন
১৪৪       অনিন্দিতা ঘোষ
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)
 

