জাস্ট দুনিয়া ব্যুরো: লখিমপুরের ঘটনার নিন্দা করে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ভবানীপুর থেকে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রীত্ব নিজের দখলে রেখেছেন তিনি। যে জয় গত দু’বারের জয়কে ছাঁপিয়ে গিয়েছে। উপনির্বাচন যেন প্রতিপক্ষের মুখে নতুন করে ঝামা ঘসে দিয়েছে। সোমবারই ভবনীপুরের শীতলা মন্দির ও গুরুদ্বারে গিয়ে পুজো দিলেন তিনি। ভোটের আগেও সেখানে গিয়েছিলেন। তাই জয়ের পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে নিয়ে পৌঁছে গেলেন সেখানে। গুরুদ্বার থেকে বেরিয়েই উত্তরপ্রদেশে কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি লখিমপুর খেড়ার ঘটনার তীব্র নিন্দা করেন। অমানবিক বলে ব্যাখ্যা করেন পুরো ঘটনাকে। তিনি বলেন, ‘‘লখিমপুরে যা হয়েছে তা অমানবিক, দুর্ভাগ্যজনক। সঙ্গে সঙ্গেই সেখানে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তবে তাদের ঢুকতে দেওয়া হয়নি।’’
এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘এই সরকার সব জায়গায় ১৪৪ ধারা জারি করে, এবার এমন সরকারের জন্যও জনসাধারণের ১৪৪ ধারা জারি করা উচিত।’’ শুনুন আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)