লোকাল ট্রেন বন্ধই থাকছে ৩০ জুলাই পর্যন্ত, মেট্রো চলবে সপ্তাহে ৫ দিন

লোকাল ট্রেন বন্ধই থাকছে

জাস্ট দুনিয়া ব্যুরো: লোকাল ট্রেন বন্ধই থাকছে ৩০ জুলাই পর্যন্ত, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে সপ্তাহে ৫ দিন। বুধবার এই মর্মে এক নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যে কোভিড পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ জারি করেছিল রাজ্য। ১৫ জুলাই পর্যন্ত তার মেয়াদ ছিল। সেই মেয়াদই এ বার বাড়ানো হল ৩০ জুলাই পর্যন্ত।

বুধবার নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় কী কী জানানো হয়েছে—

রাজ্যে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা গণপরিবহণ অর্থাৎ সরকারি ও বেসরকারি বাস, জলপরিবহণ, ট্রাম, লোকাল ট্যাক্সি, অ্যাপক্যাব, অটোরিকশা ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

রাজ্যের সর্বত্র বিশেষ কর্মী স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ওই স্পেশাল ট্রেনে রেল-সহ জরুরি পরিষেবায় যুক্তেরা যাতায়াত করতে পারবেন।

সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু রাখা যাবে কলকাতার মেট্রো পরিষেবা। তবে শনি এবং রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধ আগের মতোই বন্ধ থাকবে। তবে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য সকাল ৬টা থেকে সকাল ১০ পর্যন্ত খোলা থাকবে।

সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিনোদনমূলক জমায়েত বন্ধ রাখতে হবে।

বিয়ে-সহ যে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।

শেষকৃত্যে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে।

সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা নয়।

বেসরকারি অফিসে এবং কলকারখানায় হাজিরা সর্বোচ্চ ৫০ শতাংশ।

প্রাতর্ভ্রমণের জন্য পার্ক খোলা থাকবে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

তবে টিকা নেওয়া না থাকলে কোনও পার্কেই প্রবেশ করা যাবে না।

দোকান-বাজার বর্তমান নিয়মেই চালু থাকবে।

রেস্তরাঁ, পানশালা, শপিংমল এবং ক্লাবে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়।

এই সমস্ত জায়গা খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত।

জিম খোলা থাকতে পারবে সকাল ৬টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

সেলুন, বিউটি পার্লার বর্তমান নিয়মেই খোলা থাকবে।

ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।

খেলাধুলো চলতে পারে। তবে দর্শকের কোনও প্রবেশাধিকার থাকবে না।

সিনেমা বা ধারাবাহিকের ইন্ডোর বা আউটডোর শ্যুটিং চলতে পারে সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে।

ই-পরিষেবা এবং হোম ডেলিভারি পরিষেবা আগের মতো চালু থাকবে।

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা।

পেট্রোল পাম্প এবং গ্যাস অফিস খোলা থাকবে আগের মতোই।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)