মদন মিত্র ফের ভোটে, উপনির্বাচনে এ বার দাঁড়াচ্ছেন অর্জুন-গড় ভাটপাড়া থেকে

মদন মিত্রমদন মিত্র। ছবি তৃণমূল নেতার ফেসবুক থেকে নেওয়া।

জাস্ট দুনিয়া ডেস্ক: মদন মিত্র ফের ভোটে দাঁড়াচ্ছেন। এ বার তাঁর কেন্দ্র ভাটপাড়া। ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের অর্জুন সিংহ। কিন্তু, তিনি সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ব্যারাকপুর লোকসভা আসনের তিনি বিজেপি প্রার্থীও। কাজেই ভাটপাড়ায় উপনির্বাচন। আর সেই উপনির্বাচনেই দলের প্রার্থী মদন মিত্র, বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজৌনিতক মহলের ব্যাখ্যা উপনির্বাচনে প্রার্থী করে মমতা দলের মূলস্রোতে ফেরালেন মদন মিত্র-কে। আগামী ১৯ মে ভাটপাড়ায় উপনির্বাচন। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র ভোটে লড়বেন ভাটপাড়া থেকে, শুনে অর্জুন সিংহ কার্যত হুমকি দিয়েছেন, তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবেন।

২০১১-র বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে ভোট লড়েছিলেন মদন। জিতে রাজ্যের পরিবহণমন্ত্রী হয়েছিলেন। কিন্তু, পরে তিনি সারদা মামলায় গ্রেফতার হন সিবিআইয়ের হাতে। তার পর মন্ত্রিত্ব ছেড়ে দেন।

ভোটের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

জেল থেকেই তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচন লড়েন ওই কামারহাটি থেকেই। কিন্তু সে বার হেরে গিয়েছিলেন। দলের সঙ্গেও বড়সড় দূরত্ব তৈরি হয়েছিল। পরে এসই দূরত্ব ধীরে ধীরে কমতে তাকে। নোটবন্দির মতো ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বারে বারেই মুখ খুলেছিলেন তিনি।

উপনির্বাচনে অর্জুন প্রার্থী হচ্ছেন না ঠিকই তবে তাঁর ঘাঁটিতে ‘শক্তপোক্ত’ মদনকেই চ্যালেঞ্জার হিসেবে রাখলেন তৃণমূল নেত্রী। অর্জুনের ‘গড়ে’ এই ‘যুদ্ধ’ সম্পর্কে মদন বলেন, ‘‘মহাভারতে একটাই চরিত্র, কৃষ্ণ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার সামনে শুধু জয়।’’ পাল্টা জবাবে অর্জুন অবশ্যদাবি করেন, ‘‘ওঁর জামানত বাজেয়াপ্ত করব।’’ রাজনৈতিক মহলের খবর, মদনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হতে পারেন অর্জুনের পরিবারেরই কেউ। ২০১১ সালে কামারহাটি থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন মদন। পরে সারদা মামলায় গ্রেফতার হয়ে গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি। ২০১৬- য় কামারহাটি থেকে লড়ে হেরেও যান। আপাতত জামিনে মুক্ত মদন বিধায়ক, মন্ত্রী বা দলীয় পদে না-থাকলেও দলের কাজে ছিলেন। নোটবন্দির মতো বিষয়ে দলের কর্মসূচিতে ছিলেন তিনি।

একই সঙ্গে রাজ্যের আরও কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন হবে। যেমন, ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর ইসলামপুর কেন্দ্রের উপনির্বাচনে করিম চৌধুরী শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চোপড়া থেকে জিতে মন্ত্রী হয়েছিলেন করিম চৌধুরী।

বাংলায় তৃতীয় দফার ভোট কেড়ে নিল এক জনের প্রাণ, মুর্শিদাবাদে

মালদহের হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু এ বার বিজেপির লোকসভা ভোটের প্রার্থী। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অমল কিস্কু। একই সঙ্গে দার্জিলিং বিধানসভা আসনে জিটিএ প্রধান বিনয় তামাংকে সমর্থন করবে তৃণমূল। মমতা এ দিন বীরভূমের মঞ্চ থেকে বলেন, গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে বিনয় ভোটে দাঁড়াবেন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)