জাস্ট দুনিয়া ব্যুরো: আপাতত তিন দিনের শিলিগুড়ি-জলপাইগুড়ি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata At Siliguri)। শিলিগুড়ি সফরের প্রথম দিনই তিনি জিটিএ নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন। সেই লক্ষ্যেই যে তিনি এই সফরে গিয়েছেন তাও পরিষ্কার করে বলে দিলেন। এই তিন দিন তিনি পাহাড়ের দলগুলির সঙ্গে আলোচনা সারবেন। যাতে দ্রুত নির্বাচন করানো যায়। তাঁর লক্ষ্য আগামী ২-৩ মাসের মধ্যেই এই নির্বাচন করা। এদিন তিনি তিন জেলায় মোট ১১টি প্রকল্পের সূচনা করেন। যার জন্য বরাদ্দ ১১০ কোটি টাকা। এর সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে বিধবাভাতাসহ বেশ কিছু সরকারি ভাতা প্রদান করা হয় নতুন আবেদনকারীদের। দেখুন অনুষ্ঠানের ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)