State Admin Review Meet-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Felicitation of Kolkata Police

জাস্ট দুনিয় ব্যুরো: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে State Admin Review Meet-এর ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপাররা। জেলার দায়িত্বে থাকা ব্যক্তিদের থেকে সব জেলার খবর নিলেন মুখ্যমন্ত্রী। কাজ কী করে ভাগ করতে হবে সেটাও বুঝিয়ে দিলেন। উপরতলার লোকেরা কেন নিচুতলার লোকেদের দিকে কাজ ঢেলে দেবে তা নিয়েও প্রশ্ন তুললেন। যাঁদের হাতে কম কাজ রয়েছে তাঁদের বাড়তি দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন তিনি। তিনি জানান, তাঁর কাছে এই বিষয় নিয়ে অভিযোগও এসেছে। এর সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে চাকরী—সব কিছু নিয়েই খোঁজ নিলেন, উপদেশ দিলেন।

দুয়ারে সরকার শুরু হয়ে যাচ্ছে এই মাসের ১৫ তারিখ থেকে। ১৮টি পরিষেবার সঙ্গে যোগ করা হবে বাড়তি ৬টি পরিষেবা দেওয়া হবে দুয়ারে সরকারে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর দিকে অভিযোগের আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে যে সব ব্যাঙ্ক এই অসহযোগিতা করছে তাদের গুরুত্ব না দেওয়ার কথাও বলেন। যে সব প্রকল্প এতদিনে ঘোষণা হয়েছে সেগুলো যেন স্বাভাবিকভাবে চলে সেটা দেখার নির্দেশ দেন। সব জেলা ও সব বিভাগ ধরে ধরে প্রশ্ন তোলেন তিনি।

শুনে নিন রাজ্য প্রশাসনিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)