জাস্ট দুনিয়া ব্যুরো: বৃহস্পতিবার WBCS Officer-দের সঙ্গে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে রাজ্যের আমলা, অফিসারদের প্রশংসায় ভড়ালেন তিনি। স্পষ্ট করে সেই মিটিং থেকেই তিনি জানিয়ে দিলেন, রাজ্যের মুখ তাঁরাই। তাঁরাই দারুণ কাজ করে জেলাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। নাম ধরে ধরে তিনি জেলাশাসকদের প্রশংসা করেন। সেই তালিকায় জায়গা পেলেন পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুর। এদিন দুপুরে টাউন হলের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর সেখান থেকেই জেলাশাসকদের বার্তা দেন। তিনি জানিয়েছেন, প্রত্যেকটি জেলার কাজের দিকে সরকার নজর রাখছে।
এই মিটিং থেকেই জেলা বাড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। তিনি বলেন, ‘‘এর পর জেলা আরও বাড়বে। তখন সেটা সামলানোর জন্য আরও অফিসার লাগবে।’’ ডব্লুবিসিএস অফিসার বাড়ানোর কথাও বলেন তিনি। তিনি এদিন জানিয়ে দেন, আইএএস অফিসারদের সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের আর কোনও পার্থক্য থাকবে না বিশেষ ভাতার নিরিখে।
শুনে নিন আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)