জাস্ট দুনিয়া ব্যুরো: উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন রবিবার। লক্ষ্য পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠা অংশ নেওয়া। এর পাশাপাশি কিছু রাজনৈতিক কাজও সারবেন স্বাভাবিক ভাবেই। মহালয়ার দিন থেকে টানা পুজো উদ্বোধন চলছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পুজোর মধ্যে তাঁকে আর তেমনভাবে বাইরে দেখা যায়নি। এদিন শিলিগুড়ি পুলিশের অনুষ্ঠানে অংশ নিয়ে জানালেন, বৃষ্টির মধ্যে পুজো উদ্বোধন করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। গলা ব্যথা, কাশি। এখনও পুরোপুরি সুস্থ নন। তা নিয়েই হাজির হয়েছেন শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির মঞ্চ থেকে তিনি রাজ্যবাসীকে সাবধান করলেন, যাতে উৎসবের মরসুমে কঠিন পরিস্থিতিকে কেউ ভুলে না যান। শুনুন আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)