এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী, ত্রিপুরায় আহত যুব নেতাদের দেখতে গেলেন

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীএসএসকেএম-এ মুখ্যমন্ত্রী

জাস্ট দুনিয়া ব্যুরো: এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী ত্রিপুরায় আহত দুই তৃণমূল নেতাকে। দু’দিন আগেই সেখানে আক্রান্ত হন তৃণমূলের নেতারা। এর পরদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন তার দলের নেতাদের পাশে দাঁড়াতে। গ্রেফতার হওয়া ১৪ জনকে ছাড়িয়ে তবেই তিনি কলকাতা ফেরেন। সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে ফেরেন তিন আহত নেতাকে। এদিন তাঁদেরই দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ রাহা ও জয় দত্তকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এর উডবার্ণ ওয়ার্ডে।

মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল চত্তরে দাঁড়িয়েই তাঁর দলের কর্মী এবং স্বয়ং অভিষেকের জীবন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি আশঙ্কার কথা জানিয়ে বলেন, ‘‘সেদিন যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকত অভিষেক তাহলে ওর মাথা ফাটত। যেভাবে ওর গাড়িতে হামলা চালানো হয় তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’ তিনি এমনও অভিযোগ করেন যে, যে বিমানে অভিষেক ত্রিপুরা গিয়েছে সেখানে তাঁর পাশের ৫টি সিট নাকি বুক করা ছিল গুন্ডাদের জন্য। এবং হত্যার পরিকল্পনা হচ্ছে, এমন ভয়ঙ্কর অভিযোগও করেছেন তিনি।

শুনুন আর কী কী বলেছেন মুখ্যমন্ত্রী—

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)