জাস্ট দুনিয়া ব্যুরো: বুধবার রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Meets Health Dept)। সেখানে রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বিস্তারিতভাবে। বিশেষ করে কোভিড পরিস্থিতি ও এই সময়ে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এবং তা যেন আর না বাড়ে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। এদিন সেই সব নার্সিংহোম, হাসপাতালকে সাবধান করা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড না নিলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তাঁদেরও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন রাজ্যেই চিকিৎসা করানোর। তাঁর বক্তব্য রাজ্যে টাকাটা যেন রাজ্যেই থাকে। এই মিটিং থেকে আর কী বললেন তিনি শুনে নিন—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)