নয়া মোটর ভেহিকল আইন কার্যকর করা হবে না রাজ্যে, জানালেন মমতা

নয়া মোটর ভেহিকল আইন কার্যকর করা হবে না রাজ্যেমমতা বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: নয়া মোটর ভেহিকল আইন কার্যকর করা হবে না রাজ্যে, বুধবার নবান্নে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন, কেন্দ্রে সংশোধিত ওই আইন কার্যকর করলে মানুষের উপর প্রচণ্ড চাপ বাড়বে। সে কারণেই তিনি তা করবেন না।

গত ১ সেপ্টেম্বর থেকে সমস্ত রাজ্যে সংশোধিত নয়া ওই আইন চালু করার জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সড়ক দুর্ঘটনা কমাতে ওই আইন ভীষণ ভাবে কার্যকরী বলেও জানানো হয়।

এই সংক্রান্ত  আরও খবরের জন্য ক্লিক করুন

গাড়িচালকের ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে লাগাম টানতে সংশোধিত আইনে জরিমানার অঙ্ক বাড়ানো হয়। বেশ কয়েকটি ক্ষেত্রে ১০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক। সেখানে কারাবাসের উল্লেখও রয়েছে সাজা হিসাবে। কিন্তু পশ্চিমবঙ্গে তা কার্যকর করবেন না বলেই এ বার জানালে মুখ্যমন্ত্রী।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। রাজ্যের মানুষের উপর বাড়তি বোঝা চাপাতে চাই না।” তিনি জরিমানার বিশাল অঙ্কের কথা মনে করিয়ে বলেন, ‘‘বিরোধীদের কথা না শুনেই একতরফা ভাবে কেন্দ্রীয় সরকার ওই আইন পাশ করিয়েছে।”

তিনি জানান, শুরু থেকেই ওই আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু সরকার সে সবে কান দেয়নি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)